শিক্ষা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাসঃ -
একটি সভ্য জাতি গঠন ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে মানব জাতির পরিপূর্ণ বিকাশ তথা সার্বিক উন্নয়নের মূল চালিকা শক্তি শিক্ষা। যুগোপযোগী শিক্ষার মাধ্যমে দেশ ও জাতি উন্নতির চরম শিখরে পৌছতে পারে। দেশের মোট জনশক্তির প্রায় অর্ধেক নারী। নারীকে বাদ দিয়ে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়। আর সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের অগ্রযাত্রা শুরু হয়। সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলাটি দেশের উত্তর জনপদের অন্যতম নদীভাঙ্গন এলাকা। ভাঙ্গা গড়ার সাথে সংগ্রাম মুখর অত্র এলাকার বিদ্যানুরাগী ও হিতৈষী ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রম ও সিরাজগঞ্জ-১ আসনের তৎকালীন স্বরাষ্ট্র, ডাক তার ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব আলহাজ্ব মোহাম্মদ নাসিম সাহেবের প্রত্যক্ষ সহযোগীতায় এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব আলহাজ্ব মোঃ খোশলেহাজ উদ্দিন সাহেবের নিরলস প্রচেষ্টায় ১৯৯৮ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ৩ টি বিভাগে মোট ২১ টি বিষয়, ২১ জন শিক্ষক, ০৮ জন কর্মচারী এবং ৪২ জন ছাত্রী নিয়ে ১.৩১ একর জমি নিয়ে কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটি কাজিপুর উপজেলা তথা সিরাজগঞ্জ জেলায় নারী শিক্ষায় অনন্য প্রতিষ্ঠান হিসাবে পরিচিত। কলেজটি অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে উপজেলা ও জেলা পর্যায়ে সুধীমহলের প্রসংশিত হয়েছে।